মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে রবিবার (২৩জুন) বেলা সাড়ে ১১টায় দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম। আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এছাড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, বর্তমান চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, সাবেক পৌর মেয়র মোহাম্মদ আলী চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সবচেয়ে বড় সফলতা এদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়া। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে এদেশটাকে স্বাধীন করা হয়েছিল। এটা হলো আওয়ামী লীগের সবচাইতে বড় অর্জন। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজ এত উন্নতি হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে একটা দূর্বার শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের এমন একটা আওয়ামী লীগ সংগঠন গড়ে তুলতে হবে । যেখানে কোন বিভেদ থাকবে না।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে শহরের পান্না চত্তর ঘুরে এসে একই স্থানে এসে শেষ হয়।