নিজস্ব প্রতিবেদক :

রাজবাড়ীতে ঢাকার মিরনজিল্লাসহ বিভিন্ন স্থানে হরিজন সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের  উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান ও নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকাল ৪ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. সমির কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপেন্দ্র নাথ রায়, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দেবপ্রতি দে, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুজিত নন্দী, হরিজন ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক উত্তম দাস, গৌতম বসু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অনতিবিলম্বে  হরিজন সংখ্যালঘু পরিবারদের উচ্ছেদ বন্ধ, তাদের উপর নির্বিচারে নির্যাতন নিপীড়ন ও ভূমি দখল বন্ধ করতে হবে। তারাও এদেশের মানুষ। তারাও যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য সরকারের কাছে তারা জোর দাবি করেন ।