রাজবাড়ী পৌরসভার বড়পুলে মাহেন্দ্র (থ্রি হুইলার) উল্টে মতিয়ার রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩২) নামে একই উপজেলার দুই গার্মেন্টকর্মী নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জেলা শহরের বড়পুলের পরিবহণ মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

তারা ঈদউল আযহার ছুটিতে গ্রামের বাড়ীতে যাচ্ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছে শামীম মোল্লা (৩০)। আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের জেলা শহরের বড়পুলের পরিবহণ মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে নিহত মতিয়ার রহমানের বাড়ি ঝিনাইদাহ জেলার শৈলকুপা উপজেলার ধলোয়াচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামে।তার পিতার নাম আতিয়ার রহমান এবং আজিজুর রহমানের বাড়ি একই উপজেলার দোহারো গ্রামে।তার পিতার নাম  নজরুল ইসলাম জোয়ার্দার।এবং আহত শামীমের বাড়ি  একই থানার ডাউটিয়া গ্রামে তার পিতার নাম হাবিল মোল্লা।

জানাযায়, নিহতরা গাজীপুরের একটি গার্মেন্টস কর্মী ঈদের ছুটি হলে তারা রাতেই রওনা হয়ে পাটুরিয়া – দৌলতদিয়া ঘাট ফেরিতে পার হয়। ভোর রাত সাড়ে ৪ টার দিকে ১০ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশ্যে মাহিন্দ্র রওনা হয়। পথে একটি তেলের পাম্প হতে তেল নিয়ে আবার রওনা হলে রাজবাড়ী জেলা পরিবহণ মালিক সমিতির সামনের সড়কের আইল্যান্ডের উপর চাকা উঠে উল্টে দুই জন যাত্রী নিহত ও শামীম মোল্লা নামে আরেক যাত্রী আহত হয়।

রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় মাহেন্দ্রার চালক ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ফজের আলী শেখের ছেলে রাকিব শেখকে গ্রেপ্তার এবং মাহেন্দ্রটি আটক করা হয়েছে।