রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” প্রতিপাদ্য ধারণ করে  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মহুয়া শারমিন ফাতেমা, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রতিনিয়ত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আর কয়েকদিন পরেই বর্ষাকাল। এখন পর্যন্ত খালবিলে পানি জমে নাই। প্রকৃতি পরিবর্তন হচ্ছে। আর এজন্য দায়ী মানুষ। তাই আমাদেরকেই পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বেশি বেশি গাছ রোপন করতে হবে। পরিবেশ সম্পর্কে আমাদের আরও সচেতন হতে হবে।