মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (বাজার শাখায়) মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটি এ কাউন্সিলের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার মাওলানা মো. লুতফর রহমান, রাজবাড়ী সদর উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. নাজমুল হক, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল করিমসহ উপজেলা ও ইউনিয়ন ইমাম কমিটির বিভিন্ন সদস্যরা।

নির্বাচন কমিশনের মাধ্যমে কাউন্সিলে উন্মুক্ত ভোট গ্রহণের মধ্য দিয়ে মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। এসময় মোট ১৩ পদবিশিষ্ট কমিটির মধ্যে ৪ টি পদের ভোট গ্রহণ করা হয়। ভোটার হিসেবে ৫১ জন ইমামের অংশগ্রহণে এ নির্বাচন অনু্‌ঠিত হয়েছে। পরবর্তীতে নির্বাচিতদের মাধ্যমে৭ কমিটির বাকি সকল পদের সদস্যদের পদ নির্ধারণ করা হয়।

এ কাউন্সিলে মিজানপুর ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি পদে মুফতী আবুল হাসান, সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা সাব্বীর সাদী, সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ মাওলানা রুহুল আমীন সাউফুল্লাহ, কোষাধ্যক্ষ পদে মাওলানা রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। পরে কমিটির নির্বাচিত সদস্যরা যোগ্যতা অনুযায়ী বাকি পদে সদস্যদের নির্ধারণ করেন। এদের মধ্যে সহ-সভাপতি পদে মাওলানা নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মাওলানা মো. নাজির আহম্মেদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা মো. মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক পদে হাফেজ মাওলানা আশরাফুল আলম, প্রচার সম্পাদক পদে হাফেজ শাহ জালাল , শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে মুফতী হেলাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. লুৎফর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে হাফেজ মাওলানা বরকতুল্লাহ এবং সদস্য পদে আব্দুল আলীমকে নির্ধারণ করে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কাউন্সিল শেষে নতুন কমিটির সদস্যদের শপথ পাঠ করান কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার মাওলানা মাহবুবুর রহমান।