তাহের সরকার, স্টাফ রিপোর্টার বার্তা ১০ঃ

সুলতানী আমলের ঐতিহাসিক সুরা মসজিদটি রংপুর বিভাগের দিনাজপুর জেলা ঘোড়াঘাট উপজেলা ওসমাপুর অবস্থিত এই মসজিদটি প্রধানত দুইটি অংশে বিভক্ত মূল নামাজ কক্ষ ও বারান্দা । নামাজ কক্ষের পরিমাপ৭.৮৪মিটার×৭.৮৪মিটার এবং বারান্দাটি ৪.৮৪মিটার লাম্বা ও২.১২মিটার চওড়া।চুন সুরকির সাহায্য ছোট আকৃতির ইট দ্বারা নির্মিত মসজিদের দেওয়াল১.৮০ মিটার প্রশস্ত মূল নামাজ কক্ষের ছাদ অর্ধগোলায়ীত গুম্বুজ দ্বারা আবৃত। বারান্দায় রয়েছে এক সারিতে অনুরূপ ৩টি গুম্বুজ । নামাজ কক্ষের ৪টি ও বারান্দায় ২টি পাথরের বুরুজ মসজিদের প্রবেশের জন্য পূর্ব দিকে ৩টি ও উত্তর দক্ষিণে ১টি করে খিলানকৃত প্রবেশ পথ রয়েছে। বারান্দায় উভয় পাশে ও একটি করে প্রবেশ পথ আছে মসজিদের ভিতরে কিবলা দেওয়ালে ৩টি সুন্দর ভাবে অলংকৃত পাথরের তৈরি অবতল মিহরাব আছে।বাহির গাত্রে ২টি সারি অলংকৃত ইটের পেনেল নকশা ও এর মধ্যবর্তী স্লানে পাথরের মন্ডিব্যান্ড রয়েছে যা সমসাময়িক সময়ে সুলতানী আমলে মসজিদ স্থাপত্য লক্ষ্য করা যায়।স্থাপত্যশৈলী অনুযায়ী এটি হোসেন শাহী(খ্রি.ষোল শতক) আমলে নিদর্শন । শুক্রবার(২৭আগষ্ট) সুশান্ত মালু নামের এক স্থানীর ব্যক্তি বার্তা ১০ জানায় এই ঐতিহাসিক সুরা মসজিদটি দেখত দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসে।