আতিক হাসান,কক্সবাজার প্রতিনিধি, বার্তা ১০ আজ শুক্রবার (২৮আগষ্ট) কক্সবাজার টেকনাফ বাহার ছড়া সমুদ্র সৈকতে ভেসে এলো এক মৃত তিমি,টেকনাফ ইউএনও পারভেজ চৌধুরী বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফ ও উখিয়া উপজেলার সীমান্ত লাগোয়া বাহারছড়া সমুদ্র সৈকতেএকটি মৃত তিমি ভেসে আসে। বিগত এপ্রিল মাসে কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্ট এবং হিমছড়ি পয়েন্টে ২টি মৃত তিমি ভেসে এসেছিল। ইউএনও পারভেজ চৌধুরী বার্তা ১০ কে বলেন, একটি অর্ধগলিত মৃত তিমি ভেসে আসার সংবাদ পেয়ে রাতেই প্রশাসন, বনবিভাগ ও মৎস্য বিভাগের সংশ্লিষ্টরা ঘটনাস্থলে আসেন।তিমিটির দৈর্ঘ্যে২৬ ফুট শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। ধারণা করা হচ্ছে, তিমিটি অন্তত ৬/৭দিন আগে মারা গেছে। রাতে বেলা জোয়ারের সময় তিমিটি ভেসে এসে সমুদ্র সৈকতে আটকা পড়ে।রাতে উপজেলা মৎস্য বিভাগ ও বনবিভাগের সংশ্লিষ্টরা মৃত তিমিটির নমুনা সংগ্রহ করেছেন। তারপরে সৈকতে তিমিটিকে মাটি চাপা দেওয়া হয়েছে ।টেকনাফ উপজেলা মৎস্য ও প্রাণি সম্পদ কর্মকর্তা মো. শওকত আলী বলেন, তিমিটির মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। এটির নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।