রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী-ফরিদপুর রেলপথের রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে নিহত অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। লাশটির ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। সকাল সাড়ে ৬টার দিকে প্রথমে লাশ দেখতে পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তিনটি ট্রেন ছেড়ে যায়। ভোর ৫টায় চন্দনা কমিউটার ট্রেন ভাঙা হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় যায়। সকাল ৬টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে রাজবাড়ী-ফরিদপুর এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুরের ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা কমিউটার ট্রেন রাজবাড়ী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল সাড়ে ৬টায় ছেড়ে যায়।