মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে বাংলাদেশের বিভিন্ন মাজার, মসজিদ, মন্দির, গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে রাজবাড়ী শহরের রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলার সাধু ভক্ত পাগল ও ফকির বাউল শিল্পীরা এ আয়োজন করে।
এতে ভক্ত ও আশেকানদের মধ্যে বক্তব্য দেন, আতিয়ার রহমান বাউল, শাইখ পাগল মুন্সী, মুরাদ মুন্সি, বাউল জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও এসময় জেলার বিভিন্ন সাধু ভক্ত আশেকারগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমাদের দেশ ওলি-আউলিয়ার দেশ।
এ দেশে ইসলাম প্রতিষ্ঠা করেছেন আল্লাহর ওলীরা। তাই তাদের মনে না রেখে তাদের মাজার ভেঙে এ দেশে ইসলাম কায়েম হয় না। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি ওলী-আউলিয়ার বাংলাদেশে বিভিন্ন জেলায় কিছু দুষ্কৃতকারীরা মাজার ও খানকা শরীফে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে যা মোটেও কাম্য নয়। এসময় বক্তারা এসব ধর্মীয় সংঘাত বন্ধের পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান ।