মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ীতে বিভিন্ন স্থানে পূজা মন্ডব পরিদর্শন করেছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মো. আসলাম মিয়া। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় জেলার বিভিন্ন নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন মন্ডব পরিদর্শন করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক অ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি টোকন মন্ডল, সহ-সভাপতি জামিল সরদারসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ডব পরিদর্শনকালে অ্যাড. আসলাম মিয়া বলেন, ‘ আমরা পূজোর আগেই বিভিন্ন পর্যায়ের পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেছি। পূজা উদযাপনে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়ে আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পর্যায়ক্রমে সার্বক্ষণিক তদারকি চালাচ্ছে। ‘

তিনি বলেন, ‘ প্রায় ১৭ বছর যাবত আমি এই মাঠে পরে আছি, এই দলের সাথে আছি। আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি। কারণ, আমি একটি উন্নত, দূর্নীতিমুক্ত এবং বেকারত্বমুক্ত রাজবাড়ী দেখতে চাই। এটাই আমার স্বপ্ন। সুযোগ পেলে এই স্বপ্ন পূরণের জন্য যা যা করতে হয় আমি করবো। ‘

তিনি আরও বলেন, ‘ বিগত ফ্যাসিস্ট সরকার রাজবাড়ীর মানুষের কোনো উন্নয়ন করেনি। আগামীতে আল্লাহ যদি আমাদের কোনো সুযোগ দেয় এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে জেলা বিএনপিকে সাথে নিয়ে আমরা রাজবাড়ীর মানুষের মানুষের পাশে থাকবো এবং বিভিন্ন ধরনের সমস্যার স্থায়ী সমাধান করবো ইনশাআল্লাহ। ‘

এসময় জেলা বিএনপির নেতৃত্বে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজবাড়ী শহরের হরিতলা মন্ডব, সজ্জ্বনকান্দা মধ্যপাড়া সর্বজনীন মন্ডব, জমিদারবাড়ি মন্ডবসহ সদর উপজেলার বিভিন্ন স্থানের ২০ এর অধিক পূজা মন্ডব পরিদর্শন করেন এবং সেই সকল মন্ডবের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও যেকোনো বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন।