মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

“সবাই মিলে করি পণ” “বন্ধ হবে প্লাস্টিক দূষন”প্লাস্টিক দূষন সমাধানে শামিল হই সকলে এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। (০৫ জুন) সোমবার সকালে বেলাব উপজেলা প্রশাসনের আয়োজনে, পলাশ উপজেলা হলরুমে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহ কারী কমিশনার ভূমি সিলভিয়া স্নিগ্ধা, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শেলিনা আক্তার, বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবসটি। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স (United Nations Conference on the Human Environment) শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ ইং ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে  দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ ইং। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়। ২০২৩ সালে প্লাস্টিক-দূষণ বন্ধের আহ্বানে ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’ প্রতিপাদ্য নিয়ে সারাবিশ্বে দিবসটি পালিত হয়েছে। উত্তর গোলার্ধে দিবসটি বসন্তে, আর দক্ষিণ গোলার্ধে দিবসটি শরতে পালিত হয়। প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।