মোঃ এনামুল হক,বিশেষ প্রতিনিধিঃ
ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরো নতুন উচ্চতায় পৌঁছানোর জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ইন্দো-বাংলা সাইকেলিংয়ে অংশগ্রহণ করতে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের একটি সাইকেলিং দল বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

এ উপলক্ষে রবিবার (১৪ নভেম্বর ) বেলা সাড়ে ১১ টার সময় ভারতীয় সাইকেলিং দলটিকে বেনাপোল নোম্যান্সল্যান্ডে ফুল দিয়ে স্বাগত জানান যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার কমান্ডার হাফিজুর রহমান।

ভারতের পক্ষে এ দলের নেতৃত্ব দেন কলকাতা সেনাবাহিনীর কর্নেল মোহিত সিং এবং বাংলাদেশের পক্ষে ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল মোহতাছিন হায়দার চৌধুরী।

ইন্দো-বাংলা যৌথ সাইকেলিং র‌্যালিতে অংশ নেবে দুই দেশের সেনা সদস্যরা। ১৫ নভেম্বর র্যালি শুরু করে দেশের বিভিন্ন জেলা শহর ঘুরে ভারতী সেনাবাহিনীর আভিযাত্রিক দলটি ১৯ নভেম্বর সাইকেলিং করে দর্শনা স্থলবন্দর হয়ে ভারতে ফিরে যাবেন।