বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

ঘোষিত তফসিল মোতাবেক আগামি ২৮ নভেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশগ্রহনকারি চেয়ারম্যান প্রার্থীদের সাথে গত বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন অফিসার মতবিনিময়ন করেন। সেই মতবিনিময়ে উপজেলা নিবার্হী অফিসারের আমন্ত্রনে উপজেলার কর্মরত কয়েক জন সাংবাদিক উপজেলা প্রশাসনের হলরুমে অংশ নেয়। সভার শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ঘোষণা দেয়া হয়, চেয়ারম্যান প্রার্থী ব্যতিত কেউ মতবিনিময় সভায় থাকতে পারবেন না। এরপর সাংবাদিকরা বের হয়ে যায়। এনিয়ে সাংবাদিক পরিবারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই প্রেক্ষিতে ঐ দিন সন্ধ্যায় সাংবাদিক পরিবারের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার প্রবীণ সাংবাদিক শাহজান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক হাবিবুর রহমান হবি, এ মান্নান আকন্দ, মোশারফ্ফ হোসেন বুলু, ঈমান আলী মামুন, জাহিদুল ইসলাম জাহিদ, শামছুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, এম এ মাসুদ, জয়ন্ত সাহা যতন,জুয়েল রানা, শহিদার রহমান জাহাঙ্গীর, শাহজান মিয়া, রেজাউল ইসলাম, সুদীপ্ত শামীম, ওমর ফারুক এনামুল হক প্রমুখ।

সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা প্রশাসনের সংবাদ বর্জনের বিষয়টি গ্রহীত হয়। এদিকে উপজেলা নিবার্হী অফিসার বৃহস্পতিবার বিকালে সাংবাদিক পরিবার ফেসবুক গ্রুপে বিষয়টি অনাকাঙ্খিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেন জেলা প্রশাসকের তাৎক্ষনিক সিদ্ধান্তের কারনে এই পরিস্থিতি সৃষ্টি হয়।