রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বাইসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ বাইসাইকেল র‌্যালীতে অংশ গ্রহণ করেন।

র‌্যালিটি রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল(শ্রীপুর) হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক হয়ে শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বাই-সাইকেলে চড়ে রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।সে নির্বাচনে এড ওয়াজেদ চৌধুরীর নৌকা বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে। এ স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আলোচনা সভায় রাজবাড়ীতে এসে বঙ্গবন্ধুর বাই-সাইকেল চালানো নিয়ে স্মৃতিচারণ করেন মো. শওকত আলী মোল্যা।

রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মাহাবুব রহমান শেখ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রানী সাহা, পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু , সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর সহ প্রমুখ।

বাই-সাইকেল চালিয়ে র‌্যালীতে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু, গ্রাম পুলিশ সদস্য সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।