শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

এই স্কীমের আওতায় ২০২২-২৩ ইং অর্থ বছরে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট, হিংগারপাড়া গার্লস স্কুল এন্ড কলেজে বিভিন্ন খাতে উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ পেয়েছেন।
সেই অর্থ থেকে ১৯ জন সুবিধা বঞ্চিত, অস্বচ্ছল, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থী কে নগদ অর্থ ও পোষাক বিতরন করেছেন।

১০ আগস্ট বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আমিরুল ইসলাম সরকার আনুষ্ঠানিক ভাবে এ তহবিলের ৭৫ হাজার টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এসময় উপস্হিত ছিলেন,গভর্নিং বডির সভাপতি সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক গন।
সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের তালিকা প্রনয়ণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক প্রতিনিধির সমন্বয়ে গঠিত ৩ সদস্যের কমিটি।

প্রতিষ্ঠান প্রধান আরো জানান- অন্যান্য খাত সমুহে খরচ করেছেন। সেগুলো হল শিক্ষক বৃন্দের প্রনোদনা ১ লাখ, বই পত্র,লাইব্রেরী,শিক্ষা উপকরণ ১ লাখ ৫০ হাজার, ছাত্রীদের জন্য শৌচাগার উন্নয়ন ১লাখ ২৫ হাজার ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের ফ্যাসিলিটি উন্নয়ন বাবদ ৫০ হাজার, মোট ৫ লাখ টাকা স্বচ্ছ ভাবে খাতওয়ারী খরচ করেছেন তিনি।
পুরস্কারের নগদ অর্থ হাতে পেয়ে খুশি হয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন,নশিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।