বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ,(গাইবান্ধা) প্রতিনিধিঃ

দেয়াল ধসে ৪ জন পথচারী আহত হওয়ায় তথ্য সংগ্রহ করতে যাওয়ায় ৫ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়
অভিযুক্ত মাস্তান সোহেল সরদার। এ প্রেক্ষিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা
হয়েছে।
জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রবিবার দুপুরে উপজেলায় কর্মরত সাংবাদিকগণ থানায় হাজির হয়ে হুমকিদাতা ভাড়াটিয়া মাস্তান সোহেল সরদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
এসময় থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য গত ২৬ ফেব্রুয়ারী শনিবার পৌরসভার ৩নং ওয়ার্ডে দেয়াল ধসে পড়ে ৪ জন পথচারী আহত হওয়ার তথ্য সংগ্রহ করতে যান সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম অবুঝ, সাংবাদিক এনামুল হক,
পিন্টু কুমার সরকার, আশাদুল ইসলাম ও লিয়ন রানা। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন রাজু মাস্টারের ভাড়াটিয়া মাস্তান সোহেল সরদার। এঘটনায় সাংবাদিক পিন্টু সরকার বাদি
হয়ে সোহলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।এ বিষয়ে সুন্দরগঞ্জ প্রেসক্লাব’র সভাপতি মোশাররফ হোসেন বুলু বলেন- এহেন অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই।