রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে নিরাপদ খাদ্য সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮মে) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুন। এসময় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মানুষের বেঁচে থাকার জন্য খাদ্যের বিকল্প নেই। কিন্তু সেই খাদ্যও আজ নিরাপত্তার হুমকিতে পরেছে। কিছু অস্বাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় মানুষের খাদ্যটাকে অনিরাপদ করে তুলছে। প্রশাসন এইসব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। শুধু শাস্তি দিয়ে এগুলো থামানো যাবে না। মানুষকে আরও সচেতনতা অবলম্বন করতে হবে।