ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতীতে পরিত্যক্ত একটি বেইলি সেতু থেকে পড়ে সাহেব আলী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহেব আলী একই ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের মৃত মঙ্গন আলীর ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, রাতের আঁধারে সাইকেলে করে পরিত্যক্ত বেইলি সেতু পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। তবে সেতুতে পাটাতন না থাকায় পানিতে পড়ে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাহেব আলী (৬২) লাবলু বাবুল কম্পোজিট মিলে ফিটারের চাকরী করে। লাবলু বাবুল কম্পোজিডে চাকুরী করে ডিউটি আসার সময় রাতের আঁধারে সাইকেল নিয়ে সেতু পার হওয়ার সময় তিনি পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে। পরিত্যক্ত বেইলি সেতুর পাটাতন কয়েকদিন আগে থেকেই ওঠানো ছিল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।