মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপলাইন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতিসমূহের গুরুত্ব ও সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ জুলাই) পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুনের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার মাসুদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর মেয়র আমজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও সুলতানা নাসরিন, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জুনিয়র অফিসার হেদায়েতুর রহমান ও ম্যানেজার এ,এস,এম আহসান হাবিব। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। উক্ত কর্মশালায় স্থাপিত পাইপলাইনের সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহের গুরুত্ব-সচেতনতা বিষয়ে সকলকে সচেতন ও এর রক্ষণাবেক্ষণ বিষয়ে বিষদভাবে আলোচনার মাধ্যমে বোঝানো হয়।