রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগর গ্রামে নিরাপদ সবজি(ঢেরস) চাষ প্রদর্শনী কৃষকদের মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার বিকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের অর্থায়নে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।

ফরিদপুরের এসডিসি’র সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর কর্মকর্তা মো. রাজু আহম্মেদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুলতানপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, কৃষক মো. আসাদুজ্জামান সহ প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে সুলতানপুর ইউনিয়নের রামনগর গ্রামের শতাধিক কৃষক অংশ গ্রহণ করেন।

অপর দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নে বাজিতপুর গ্রামে নিরাপদ সবজি (বেগুন) চাষ প্রদর্শণী কৃষকদের মাঠ দিবস পালিত হয়। একই প্রকল্পের এ অনুষ্ঠানে ফরিদপুরের এসডিসি’র প্রোগ্রাম ম্যানেজার মো. লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিসি’র সহকারী ভ্যালু চেইন ফেসিলেটর কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, বসন্তপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর খান, কৃষক মো. সেকেন হাওলাদার সহ প্রমুখ।