আজ রবিবার ১২/০৯/২১ দীর্ঘ ১৭ মাস পর বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রামিত হওয়ার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে সারাদেশের ন্যয় রাজবাড়ীতে।আমরা শহরের শিক্ষা প্রতিষ্ঠান গুলো দেখেছি সাজানো হয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়,টাউন মক্তব সঃ প্রথমিক বিদ্যালয়,  ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের তাপমাত্রা মেপে ও ফুল দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমি মো. সায়েফ শিক্ষার্থীদের চকলেট ও মাস্ক উপহার দেন। পরে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করা হয়। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।আমরা গিয়েছিলাম বালিয়াকান্দি উপজেলায় কুরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামের এই স্কুলে দেখা যায় হাত ধোয়ার ব্যবস্থা,শরীরের তাপমাত্রা মাপার মেশিনের ব্যবস্থা করতে দেখা গিয়েছে। ছাত্র ছাত্রীরা দূরত্ব বজায় রেখে বসেছে। পঞ্চম শ্রেণীর ছাত্রী মিতু বলে অনেক দিন পরে স্কুলে আসতে পেরে অনেক ভালো লাগছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার পাল বলেন শিক্ষার্থীদের আমেজে স্কুল ভালো লাগছে এবং উপস্থিত সংখ্যা প্রায় ৯০ভাগ।সবমিলিয়ে ভালো লাগছে এসময় ম্যনেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন