শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা প্রতিনিধিঃ

সিলেবাস শেষ না করে এসএসসি পরীক্ষা- ২০২২ না নেয়া, শিক্ষার আর্থিক দায়িত্ব সরকারের বহন করা সহ চার দফা দাবিতে ৫ অক্টোবর মঙ্গলবার গাইবান্ধার সাধারণ শিক্ষার্থীরা ডি.বি. রোডে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষার অধিকার আন্দোলনের আহবায়ক আতিক হাসান, যুগ্ম আহ্বায়ক কানন, সদস্য সচিব তানভির, যুগ্ন সদস্য সচিব ওয়াসিম আলম প্রমুখ। সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সংগঠক জোহা সরকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র ফ্রন্ট নেতা বিজয়া।

ছাত্র নেতৃবৃন্দ বলেন, আমরা ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থী। করোনা মহামারীর কারণে আমরা চলতি অক্টোবর মাস সহ তিন মাসও ক্লাস পাবো না। গত ১৮ মাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারি সহায়তা না পাওয়ায় শতকরা ৮০ ভাগ শিক্ষার্থী অন লাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। যে সিলেবাস শেষ করতে দুই বছর লাগে সেটি কিভাবে তিন মাসে সমাপ্ত করা সম্ভব? তারা এসএসসি ২০২২ পরীক্ষা কমপক্ষে দু’মাস পেছানোর জন্য শিক্ষা মন্ত্রীর নিকট দাবি জানান।