শফিকুল ইসলাম সাগর গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা শহর হতে পলাশবাড়ী পর্যন্ত রাস্তার মাঝে ঢোলভাংঙ্গা-সাঁকোয়া ব্রীজ এলাকায় ইপিজেড (EPZ) বাস্তবায়নের দাবীতে আজ শনিবার সকাল ১১টা হইতে দুপুর ১টা পর্যন্ত ঢোলভাংঙ্গায় গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইপিজেড বাস্তবায়ন মঞ্চের আয়োজনে সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে বীর মুক্তিযোদ্ধা কমরেড একরাম হোসেন বাদল হাজ্বীর সভাপতিত্বে গণসমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গাইবান্ধা পলাশবড়ির মধ্যবর্তি সকোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ইপিজেড নির্মানের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু , সি,পিবি গাইবান্ধা জেলা সভাপতি ও সি,পি,বি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ।

জাসদ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি গোলাম
ফারুক মনা, গাইবান্ধা ওয়ার্কাস পার্টি (মার্কসবাদী)
এর সাঃ সম্পাদক মৃদুল কান্তি , গাইবান্ধা সামাজিক
সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির
তনু সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

স্থানীয় নেতৃত্বের মধ্যে বক্তব্য দেন, সিপিবি পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আদিল-নান্নু , সহ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন। স্থানীয় আয়ামীলীগ নেতা চঞ্চল তালুকদার সহ আরও অনেক ব্যক্তি বর্গ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র নেতা আবদুল ওয়ারেস।

সমাবেশে বক্তাগণ, গাইবান্ধা জেলার ভূতপূর্ব ডিসি ড,কাজী আনোয়ারুল হক সাহেবের প্রস্তাবিত গাইবান্ধার সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানায়।এছাড়াও উন্নয়নের ক্ষেত্রে বিতর্কিত স্থান হিসাবে খ্যাত গোবিন্দগঞ্জের বাগদাফার্ম এলাকায় আদিবাসী সাঁওতালদের রক্তস্নাত মাটিতে ইপিজেড নির্মাণএর চক্রান্তের তীব্র বিরোধিতা করা হয় এ গণসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি থেকে।