গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ডুমুরিয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে, উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিকী’র সঞ্চলানায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান’র সভাপতিত্বে ডুমুরিয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে, আজ ২৫ জুলাই সকাল১১টায়, পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, এসময় ৯জন সফল মৎস্য চাষীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এর আগে সকালে ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স থেকে মৎস্যজীবীসহ নানান শ্রেনীর লোকজনের অংশ গ্রহনে বর্ণাঢ্য র‌্যালী নিয়ে, উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুবকর সিদ্দিকী ও কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন এর উপস্থিতে, উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যলয়ের আয়োজনে, ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়।