মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে স্বল্পমূল্যে টিসিবি পণ্য ১২৭০ পরবার পেয়ে খুশি উপকারভোগীরা।

নওগাঁর আত্রাইয়ে কম দামে টিসিবির নিত্যপণ্য কিনতে পেরে খুশি ফ্যামিলি কার্ডধারীরা। টিসিবি পণ্য বিক্রয় করার ফলে কিছুটা স্বস্তি এসেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি মাসে সুশৃঙ্খলভাবে এ পণ্য বিক্রয় করা হচ্ছে।

আজ রবিবার ০১ অক্টোবর ২০২৩ সকাল ৯ টায় উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন চত্বর এলাকায় টিসিবির পণ্য বিক্রয় করা হয়।

তবে তালিকায় আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ও এমন কার্যক্রম সারা বছর চালু রাখার দাবি জানান নিম্নআয়ের মানুষ।

এ ব্যাপারে ক্রেতা মোঃ খাতের আলী জানান, প্রতিটি জিনিসপত্রের দাম বেশী টিসিবি পণ্য বাজারে আসায় আমরা অল্প দামে এগুলো কিনতে পারছি। বাজারের তুলনায় জিনিসের দাম সহজলভ্য এবং চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় মানুষের ভিড় বেশি। তবে পণ্যগুলোর সরবরাহ বেশি করা প্রয়োজন বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, হাটকালুপাড়া ইউনিয়নের স্বল্প নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে টিসিবি পণ্য দেওয়ার ফলে তারা আজ আনন্দিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম চলছে। চাহিদার কথা বিবেচনা করে আমরা চেষ্টা করছি বেশি সরবরাহ করার জন্য।