মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ ১০ জানুয়ারী বুধবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, আওয়ামীলীগ, কৃষকলীগ, মহিলালীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিকাল ৪ টায় উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন (মোমিন), আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ,
উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন স্বপন, উপজেলা মহিলা যুবলীগের সভাপতি নাজনীন নাহার নিতু সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ২৫ মার্চ কালো রাতের পূর্বেই বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। ১৬ ডিসেম্বরে এদেশ পাকিস্তানী হানাদার মুক্ত করার মাধ্যমে স্বাধীন হলেও ১০ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু বাংলা’র মাটিতে পা রাখার মাধ্যমেই আমরা স্বাধীনতার পূর্ণতা অর্জন করেছিলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।