আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান এর কাছে আজ (সোমবার ৪ মার্চ) আনুমা‌নিক দুপুর ২ টায় তথ্য সংগ্রহে কোঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয়ে গভর্নিংবডি গঠনের অভিভাবক সদস্য চূড়ান্ত করার নিমিত্তে তাফসিল ঘোষণা করে। নির্বাহী কর্মকর্তা যেহেতু মহাবিদ্যালয় সভাপতি তাই উক্ত তফসিল বিষয়ে তথ্য সংগ্রহের নিমিত্তে চারজন সাংবাদিক তাহার অ‌ফিসে গেলে উপজেলা চত্বরে দাঁড়িয়ে তি‌নি বিষয়টি শোনেন । এক পর্যায়ে সাংবাদিকদের উপর চড়ও হয়ে তুই তামারি , হুমকি ধামকি , সেডাভেঙ্গ‌ে দেওয়াসহ অশভনীয় আচরণ করে করতে  থাকে । তাহার আচরণে ফুলছড়িবাসীর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য নগন‌্য ও হেও করে কথা বলতে দেখা যায়। তুচ্ছ তাচ্ছিল্যর এক পর্যায়ে একজন সাংবা‌দিক প্রতিবাদ করলে তি‌নি সাংবাদিকদেরকে উপজেলা চত্বর থেকে বেড়িয়ে যেতে হুমকি প্রদর্শন করে ।

সে সময় কোঞ্চিপাড়া ডিগ্রী মহাবিদ্যালয় এর দুইজন অভিভাবক সদস্য ও উপস্থিত ছিলেন তাদের সাথেও অসৌজন্য মূলক আচরণ করেন ঐ কর্মকর্তা । যাহা স্বচ্ছ সংবাদ প্রকাশে ও সাংবাদিকদের কাজে বাধা এবং গণমাধ্যমকে কোণঠাসা করার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্ট গণমাধ্যম কর্মীরা। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।