নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী ঃ
রাজবাড়ীতে দেশের বিভিন্ন স্থানে খনকা শরীফ ও মাজার ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বিভিন্ন তরিকাহ ভক্তবৃন্দের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভক্তবৃন্দের মধ্যে বক্তব্য দেন, আব্দুর রশিদ মোল্লা, হোসেন আলী, শান্ত চিশতি, আব্দুর রহমান, মেহেদী আবুল সরকার, ফকীর রফিক সরকার প্রমুখ।
এসময় ভক্তবৃন্দরা বলেন, এই দেশ অলি আওলিয়াদের দেশ। অলি আওলিয়ারা এদেশে ইসলাম প্রচার করেছে। আজ তাদের মাজার ভাঙা হচ্ছে। এটা কখনও মেনে নিতে পারবোনা। অনেকে বলছেন রাজবাড়ী বড় মসজিদ নাকি ভেঙে ফেলা হবে। বড় মসজিদ কেন কোথায়ও একটা ছোট মসজিদও আপনারা ভাঙতে পারবেন না। আমরা আর কোন মাজার ভাঙতে দেব না। আজ আমরা মাঠে নেমেছি। আর যদি কোন মাজার ভাঙা হয় তাহলে আমরা যারা ভক্তবৃন্দ আছি সবাই মিলে এর প্রতিরোধ করবো। অনেকেই বলছেন মাজারে নাকি গাঁজা খাওয়া হয়। আমরা বলতে চাই কেউ যদি অপরাধী হয় । তাহলে তার শাস্তি হতে পারে, কিন্তু মাজার ভাঙবেন কেন।