মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

৩০ বছরের ঐতিহ্য রয়েছে নওগাঁর আত্রাইয়ের দেশি মাছের বাজারের। রুই, কাতলা, শিং, মাগুর, পাবদা, টাংরা, বোয়াল, টাকিসহ বিভিন্ন জাতের দেশি মাছ পাওয়া যায় এ বাজারে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাছ পাঠানো হয় রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

নাটোরের চলনবিল, সিংড়া বিল, হালতিবিলসহ কমপক্ষে ১০টি বিল ও নদী থেকে ধরা প্রায় ৭ থেকে ১০ লাখ টাকার মাছ প্রতিদিন কেনাবেচা হয় এই বাজারে।

প্রতিদিন ভোর হতে না হতেই জেলেরা মাছ নিয়ে ছুটে যান আত্রাইয়ের দেশি মাছ বাজারে। ভোর ৬টা থেকে শুরু করে প্রায় সারাদিনই চলে কেনাবেচা। খালে, বিলে, নদীতে ধরা পড়া দেশি মাছে জমে উঠে বাজার। রুই, কাতলা, শিং, মাগুর, পাবদা, ট্যাংরাসহ বিভিন্ন জাতের মাছ কেনাবেচা হয় এখানে।

আত্রাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা দেশি মাছ কিনতে আসেন আত্রাইয়ের এই বাজারে। দাম কম হওয়ায় খুশি তারা। আবার বিক্রেতারাও খুশি সহজেই মাছ বিক্রি করতে পেরে।

বিক্রেতারা বলেন, এই বাজারে আমরা যখনই মাছ নিয়ে আসিনাকেনো সব সময়ই বিক্রয় করতে পারি। এতে করে কোন সমস্যা হয়না। এখানকার বাজার ব্যাবস্থা ভালো হওয়াতে মাছ নিয়ে কোন ভোগান্তিতে পড়তে হয়না।

ক্রেতারা বলের, এই বাজারে মাছের দাম অনেকটাই কম হওয়াতে আমরা নিয়মিত মাছ কিনে থাকি। এবং পাইকারি কিনে বিভিন্ন বাজারে খুচরা বিক্রি করে সংসার চালায়।