রাজবাড়ী প্রতিনিধি:
”জেন্ডার সমতাই শক্তি, নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভবনার দ্বার উন্মোচন”প্রতিপ্রাদ্য সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তর দেশব্যাপী  বিশেষ সেবা সপ্তাহের আয়োজন করে। সেই ধারাবাহিকতায় রাজবাড়ী সদর উপজেলার শহিদ ওহাবপুর ইউনিয়নে বিশেষ সেবা ক্যাম্পের আয়োজন করা হয়৷
৯ থেকে ১১ জুলাই বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ইসতিয়াজ ইউনুসের নির্দেশে
উপজেলা পরিবার পরিকল্পনা  মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানের লক্ষে এ বিশেষ ক্যাম্পের আয়োজন করে।
এসময় রাজবাড়ী সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া, মেডিকেল অফিসার (এমও এম সি এইচ) জনাব ডাঃ এ এইচ এম মুহাম্মাদুল্লাহ, মেডিকেল অফিসার (সিসি) ডাঃ শাহনেওয়াজ, মেডিকেল অফিসার (ক্লিনিক) জনাব ডাঃ রনি চন্দ, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদপরিদর্শক সহ পরিবার কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন৷
এসময় রাজবাড়ী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব ইসতিয়াজ ইউনুস বলেন, মা ও শিশুস্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পরিকল্পিত পরিবার অপরিহার্য। ছোট এবং পরিকল্পিত পরিবার নিশ্চিত করতে সারাদেশে মাঠ পর্যায়ে কয়েক লক্ষ পরিবার কল্যাণ সহকারী কাজ করছে।নিয়ন্ত্রিত জনসংখ্যাই এদের প্রধান লক্ষ্য।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই ক্যাম্পে জন্মনিয়ন্ত্রনের জন্য দীর্ঘ মেয়াদি পদ্ধতি ইমপ্ল্যানন, আই ইউ ডি, স্থায়ী পদ্ধতি ভেসেকটমি, টিউবেকটমি সেবা দেয়া হয়।
জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, মা ও শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করনের লক্ষে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।