মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের আইন জীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন,বাংলাদেশের মানুষ আজ পল্লী বন্ধু এরশাদকে শ্রদ্ধা ভরে স্বরণ করে। কারন তার নয় বছরের শাসনআমলে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে।আমাদের সাথে জনগণ আছে,আগামীতেও পাশে থাকবে। আমরাও আপনাদের সাথে থাকতে চাই।
পক্ষান্তরে সারা দেশে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। একদল বলছে, তত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে নির্বাচনে যাব না। আরেক দল বলছে, তত্বাবধায়ক সরকার অসংবিধানিক।বর্তমান সরকারের অধিনেই নির্বাচন হবে। তাই দেশের মানুষ আজ জাতীয় পার্টির দিকে চেয়ে আছে কারন,জাতীয় পার্টিই সুশাসন,ন্যায় বিচার, প্রতিষ্ঠিত করেছিল।বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন পল্লী বন্ধু এরশাদের নাম ততোদিন থাকবে। তাই দেশের উন্নয়নের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।শনিবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ সরকারি মোজাফ্ফর হোসেন কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ শরিফুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এমপি।আরো বক্তব্য রাখেন বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘি)আসনের সংসদ সদস্য
নুরুল ইসলাম তালুকদার এমপি,বগুড়া সদর আসনের সাবেক এমপি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম ওমর,বগুড়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ছামছুল আলম তালুকদার,ফজলে রহিম মন্টু পশারী, শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান আ: মোত্তালিব,রায়নগর ইউপি চেয়ারম্যান
শফিকুল ইসলাম শফি,মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান এসকেন্দার আলী সাহানা, জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরীফ সঞ্চয়, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী,জাপা নেতা শাহিনুর ইসলাম মাষ্টার,পৌর কাউন্সিলর আবুল কালাম আজাদ,ফজলুল বারী প্রমুখ। পরে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টিকে শক্তিশালী করার লক্ষ্যে এরফান আলীকে সভাপতি,ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তালিবকে সাধারণ সম্পাক,শাহিনুর মাস্টার ও আব্দুর রাজ্জাককে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে।