রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন  করা হয়।
২৫শে জুলাই মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রঙিন বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, হেদায়েত হোসেন সোহরাব প্রমূখ।
আলোচনা শেষে তিনজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সফল মৎস্যচাষীদের মধ্যে প্রান্তিক চাষী ও অনগ্রসর জনগোষ্ঠী মৎস্যসম্পদ উন্নয়নে অবদান রাখায় সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের তানভীর বিন মাহমুদ চৌধুরী, রুই জাতীয় মাছের মিশ্রচাষে অবদান রাখায় পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পারডেমনামারা হিন্দুপাড়া গ্রামের সাধন বিশ্বাস ও কার্প-পাবদা, গুলসা মাছের মিশ্র চাষে অবদান রাখায় বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ভররামদিয়া গ্রামের বিনয় কুমার বিশ্বাস।
বক্তারা বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশ ব্যাপক সুনাম অর্জন করেছে। নদীতে ইলিশ মাছের উৎপাদন বেড়েছে। বর্তমান সরকার মৎস্যজীবীদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মাছ ধরার নিষিদ্ধ সময়ে মৎস্যজীবীদের বিভিন্ন ধরণের প্রণোদনা দেওয়া হচ্ছে। নানারকম সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করা হচ্ছে। জেলেদের কার্ড দেওয়া হয়েছে।