মোস্তফা কামাল মামুন, জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ

গতকাল রোববার প্রকাশিত হয়েছে এইচএসসি ২০২৩ পরীক্ষার রেজাল্ট। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া কুড়িগ্রামের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাস করেনি। এমন ফলাফলে হতাশ অভিভাবকরা।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর স্বাক্ষরিত এইচএসসি পরীক্ষার ফলাফলের তালিকায় এ তথ্য পাওয়া যায়।

কুড়িগ্রামের উক্ত ৪ কলেজ হলো- ভুরুঙ্গামারী উপজেলার মইদাম কলেজ, নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যাণ মহিলা কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল এন্ড কলেজ, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজ, রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ আদর্শ কলেজ।

মইদাম কলেজের পরীক্ষার্থী খোদেজা খাতুনের পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা জানায়, কলেজে তাদের মেয়ে একমাত্র শিক্ষার্থী হলেও ওই কলেজে ১২ শিক্ষকের কেউই ঠিকমত কলেজে আসতেন না। ফলে কলেজে পাঠদান ব্যহত হয়। কলেজটি সদ্য এমপিওভুক্ত হওয়ার কারণে শিক্ষকরা এখন আসা-যাওয়া করছেন।
এ বিষয়ে জানতে চাইলে মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বাবলু বলেন, শিক্ষার্থী খোদেজা খাতুন শুরুতে কলেজে নিয়মিত ছিলেন। পরে বিয়ে হওয়ার কারণে অনিয়মিত হয়ে পড়েন। যার ফলে পড়াশোনা ভালো করতে পারেনি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, শতভাগ ফেল করা কলেজগুলোর ফলাফল যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।