মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বড়পুকরিয়া কয়লাখনির পার্শ্বে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্থ এলাকায় সোলার প্লান্ট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে পাতরাপাড়া মোড়ে মানবন্ধন করে কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক নারী পুরুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগ্রাম কমিটির সভাপতি মোন্তাসির আফসানী সাগর। তিনি বলেন, এই এলাকায় বড়পুকুরিয়া কয়লা খনির কারণে ক্ষতিগ্রস্থ লোকজনের চাষাবাদী জমিতে হঠাৎ করে কে বা কারা ঘেরা বেড়া দিচ্ছে, পরে আমরা জানতে পারি এখানে সোলার প্লান্ট স্থাপন করা হবে। কিন্তু এ কাজ সম্পর্কে এলাকাবাসী কেউ অবগত নয়। আমরা এখন পর্যন্ত খনিরই পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ পাইনি। তার উপর ফের আরেকটি প্রকল্প বাস্তবায়নের পায়তারা চলছে। জমি অধিগ্রহণ বা ক্ষতিপূরণের কোন ব্যবস্থা না করে এ ধরনের উদ্যোগ মেনে নেওয়া হবে না। সবিশেষ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমরা এ কাজ শুরু করতে দিবো না। এখনও মসজিদ, মাদ্রাসা কবরস্থান সহ নতুন করে ঘরবাড়ি ফাটলের ক্ষতিপূরণ পায়নি এলাকাবাসী। একটি কুচক্রিমহল তাদের ক্ষতিপূরণ না দিয়েই সেখানে সোলার প্লান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে। উল্লেখ্য কয়লাখনি কর্তৃপক্ষের সঙ্গে গত ২০০৯ সালের ১ মে ১০-দফা চুক্তি হয়েছে। সেই চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এখানে কোন নতুন প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া হবে না। খনি কর্তৃপক্ষ এই এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাতরা পাড়া গ্রামের রেজওয়ান বাপ্পী, আসাদ সরকার, কিবরিয়া ও হাফিজুর রহমান প্রমুখ। এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তাকে ফোনে পাওয়া যায়নি।