স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি, প্রতিপাদ্যে সামনে রেখে রাজবাড়ীতে দুই দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুভ উদ্ধোধন করা হয়েছে।

শনিবার সকালে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ৩য় তলায় অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন।এতে  প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন, স্টল পরিদর্শন করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর, সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী সহ প্রমুখ।

এসময় রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন গতবছর করোনার কারণে আমরা মেলা করতে পারি নাই। এবছর জেলা প্রশাসন বিজ্ঞান ও প্রযুক্তি মেলা করায় শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞান এর উপর এগিয়ে যেতে হবে। প্রযুক্তি গত ভাবে এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে।