বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫০ তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবুর সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সুপার ভাইজার বেলাল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মাহমুদ হোসেন মণ্ডল, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আকন্দ, খামার মনিরাম বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোফাখারুল ইসলাম বসুনিয়া, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ প্রমূখ।

এরআগে, সকালে বালক দলের ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান। এতে ধনিয়ার কুড়ার উচ্চ বিদ্যালয় বনাম চন্ডিপুর আলহাজ্ব গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসা অংশ গ্রহণ করে। ১০ ওভারের খেলায় ১৩ রানে চন্ডিপুর সিনিয়র মাদ্রাসা চ্যাম্পিয়ান হয়। পরে বিভিন্ন ইভেন্টের একক, দ্বৈত, দলীয় বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।