মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া শেরপুর উপজেলা এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের কনফরেন্স রুমে গত ২০/০৫/২০২৪ ও ২১/০৫/২০২৪ রোজ-সোম ও মঙ্গলবার ২দিন ব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শেরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব ফারজানা আক্তারের সভাপতিত্ত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি কৃষিবিদ মোঃমতলুবর রহমান,উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী, বগুড়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ. জা. মু. আহসান শহীদ সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী বগুড়া এবং মোঃ এখলাছ হোসেন, অতিরিক্ত উপপরিচালক (পি পি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বনানী, বগুড়া মহোদয়। ২দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালয় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান আকন্দ, অতিরিক্ত কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ ইফতেখার রসুল সিদ্দিক, কৃষি সম্প্রসারণ অফিসার শেরপুর বগুড়া।

প্রশিক্ষকগন কৃষক/কৃষাণিদের বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ কলাকৌশল, নতুন নতুন প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি ব্যবহারের উপকারিতা সর্বোপরি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে খোরপোশ কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরের মাধ্যমে কৃষির উন্নয়ন ঘটানো যায় সে সব বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

এছাড়াও উক্ত প্রশিক্ষণে অনাবাদি পতিত জমি চাষের আওতায় আনা, ফসলের উন্নত জাত সম্প্রসারণ, উচ্চ মূল্যের ফসল আবাদ বৃদ্ধি,বিশেষ গুনাগুন সম্পন্ন(খরা সহনশীল)আমন ধানের আধুনিক উৎপাদন প্রযুক্তি।নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি। হাইব্রিড ভুট্টার আধুনিক প্রযুক্তি। ঘন ও মাচা পদ্ধতিতে ব্ল্যাকবেরি বা কালো তরমুজ চাষ প্রযুক্তি।পুষ্টি চাহিদা পূরণের নতুন প্রযুক্তি দ্বারা ফলবাগান(কলা, পেঁয়ারা, আম, পেঁপে, কুল, শরিফা, আরবীখেজুর) স্থাপন।মসলা ফসলের আধুনিক উৎপাদন প্রযুক্তি (পিয়াজ, রসুন, মরিচ হলুদের সাম্প্রতিক জাত সমূহ)বসত বাড়িতে শাক-সবজি চাষ প্রযুক্তি।গ্রীষ্মকালীন পিঁয়াজ ও হলুদের আধুনিক চাষাবাদ প্রযুক্তি।পাওয়ার রাইস উইডার, গার্ডেন টিলার, সিডার(পাওয়ার টিলার ব্যতীত) পটেটো ডেগার,বেড প্লান্টার(পাওয়ার টিলার ব্যতীত) কর্ণ সেলার, ব্রি উদ্ভাবিত পাওয়ার রাইস উইডার,হ্যান্ড স্পেয়ার,পাওয়ার স্প্রেয়ার ব্যবহার পদ্ধতি ও রক্ষণাবেক্ষণ বিষয় নিয়ে আলোচানা সহ কৃষির সার্বিক উন্নয়নে বিস্তারিত তুলে ধরেন। ২দিন ব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক/কৃষাণী এতে অংশগ্রহণ করেন।