রাজবাড়ী বাসী পদ্মার ভাঙ্গনের সর্বস্ব হারিয়ে পথে বসেছে সাধারণ মানুষ। রাজবাড়ী শহররক্ষা বাধঁ হুমকির মুখে। আজ রাজবাড়ী শহর রক্ষা বাঁধ সংলগ্ন চরছিলিমপুর প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙ্গন শিকার। অনিশ্চিত শিশুদের ভবিষ্যৎ। স্থানীয় সূত্রে জানা যায়, চরছিলিমপুর স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রের অভিভাবক আসমা বেগম বলেন গত দুই বছর ধরে করোনার কারণে বাচ্চাদের পরালেখার যে ক্ষতি হয়েছে তা অপূরনীয় এরমধ্যে যদি স্কুল ভেঙে যাওয়ার কারণে আবার পরালেখা বন্ধ করে। এটা খুবই দুঃখ জনক আমি সরকারের কাছে অনুরোধ করছি আমাদের শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে দ্রুত বিষয়টি সমাধান করবেন। স্কুলের পাশে বাড়ি  অপর একজন অভিভবক আব্দুল জলিল ফকির তার ছেলের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী। তিনি জানান তার বাড়ি নদীর একমাইল ভিতরে ছিল বার ভেঙে এখন স্কুলের পাশে বাড়ি করেছেন।তার নাতির ভবিষ্যতের সাথে তাদের বাড়ির ভবিষ্যত এখন অন্ধকার। পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ী তাদের কাজ সঠিক ভাবে করলে আজ স্কুল সহ তাদের বাড়ি হুমকির মুখে পরতো না।গতকাল থেকে স্কুলটি ভাঙতে শুরু করে। স্থানীয় এবং  আশেপাশের মানুষের আনাগোনা দেখা যায়।অনেকেই মোবাইল দিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিতে দেখা যায়। স্থানীয় সকলের দাবি সরকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে পদক্ষেপ নিবেন।