বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূয়া স্বাক্ষরে এক প্রবাসীর জমি রেজিষ্ট্রি করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরাণ গ্রামে। এ ঘটনার প্রতিকার চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন বাহরাইন প্রবাসী লিখনের স্ত্রী শিউলি বেগম। লিখন মিয়ার স্ত্রী শিউলি বেগম অভিযোগে বলেন, বিবাদী এ. বি. এম মিজানুর রহমান খোকন জালিয়াতি করে লিখন মিয়ার খামার পাঁচগাছি মৌজার জে. এল নং- ৮৩ দলিলরূল নং- ৪৪৯১ , উত্তর মরুয়াদহ মৌজার জে. এল নং- ৮২ দলিলমুল নং -৪৮১১ এবং বাজারপাড়া মৌজার জে. এল নং-৮৬ দলিলমুল নং ১০১৪১ একক নামে ক্রয় করার পর তার স্বামী (লিখন) বাহরাইন দেশে চলে যায়। লিখন মিয়া বিদেশে থাকার সুযোগে তার বড় ভাই এ. বি. এম মিজানুর রহমান খোকন, দলিল লেখক নাজমুল হুদা (লাইসেন্স নং ৬/৯৪, (সুন্দরগঞ্জ সাব-রেজিস্টার অফিস) এর সহযোগিতায় লিখন মিয়ার নিজ নামিয় বর্ণিত দলিলের মূল পাতা পরিবর্তন করে কণ্টক সৃষ্টি করে। পরে বিষয়টি জানতে পারলে স্ত্রী শিউলি বেগম তার স্বামী লিখন মিয়ার সাথে মোবাইল ফোনে পরামর্শ করে এ.বি.এম. মিজানুর রহমান খোকন ও দলিল লেখক নাজমুল হুদাকে প্রতিপক্ষ করে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে একটি সি.আর মামলা করেন।
যাহার নং ১৬৮/২১, ধারা ৪০৬/ ৪১৭/ ৪৬৫/ ৪৬৮/১০৯ দঃবিঃ। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া বিবাদী এ. বি. এম মিজানুর রহমান খোকন মামলার তথ্য গোপণ করে উক্ত জমি তার একক নামে খারিজ করে নেওয়ার চেষ্টা করেন। অভিযোগকারীদের দাবী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদী যাতে করে খারিজ করে নিতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছি।