রাজবাড়ী ঃ

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই প্রতিপাদ্য কে সামনে রেখে মাদকের বিরূদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান করছে রাজবাড়ী জেলা পুলিশ। রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০৬(ছয়) গ্রাম হেরোইনসহ আটক এক।

৩১শে মে বুধবার ৯টায়  অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার মোঃ মনিরুজ্জামান খান,  এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ শফিকুল ইসলাম, এএসআই কাশেম মিয়া সহ  রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার  বিনোদপুর গ্রামের মোঃ রফিক মোল্লা ওরফে রফিক কসাই (৩৫), পিতা-শ্যামকসাই এর পূর্ব দোয়ারী চৌচালা টিনের ঘরের দক্ষিন পাশে রুমে খাটের উপর হতে আসামী মোঃ রফিক মোল্লা ওরফে রফিক কসাই (৩৫), পিতা-শ্যামকসাই, বিনোদপুর (নতুন পাড়া) গ্রামের, রাজবাড়ী ০৬(ছয়)গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ আটক করেন।

অভিনব কায়দায় মোবাইলের চার্জার এর ভিতরে হিরোইন রেখেও পার পায়নি মাদক কারবারি। উদ্ধারকৃত হেরোইন এর অবৈধ বাজার মূল্য অনুমান ষাট হাজার টাকা।  এ সংক্রান্তে রাজবাড়ী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ সব সময়ই জনগনের পাশে থেকে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।