রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ১৭ জুন শনিবার বিকেলে প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ও দেশ সেরা দুই বন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধিত দুইজন হলেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজী) ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে দেশ সেরা মেধাবী শিক্ষার্থী কুইন। ইকবাল হাসান বন্ধুসভার উপদেষ্টা। তিনি
গোয়ালন্দ উপজেলায় শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
কুইন রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বন্ধুসভার বন্ধু।
সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে চলতে
থাকে গান ও কবিতা আবৃত্তি। আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান। সঞ্চালনা করেন সাবেক সাধারণ
সম্পাদক নাহিদুল ইসলাম। এতে বক্তব্য দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, যুদ্ধকালীন কমান্ডার বীরমুুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান লালী, বন্ধুসভার
উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুজ্জামান, রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজী
বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক দিলীপ কুমার কর্মকার, প্রবীণ রাজনীতিবিদ কমরেড আবদুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাত হোসেন,
বন্ধুসভার সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। পুরো অনুষ্ঠান বন্ধুসভার বন্ধুরা উপভোগ করেন। গান ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক ও বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা রানী দাস, অধ্যাপক দিলীপ কুমার কর্মকার, দেশসেরা মেধাবী শিক্ষার্থী কুইন, বন্ধুসভার সহসভাপতি আশিফ মাহমুদ
ও কানিজ ফাতেমা। তবলায় সহযোগিতা করেন বন্ধু সঞ্জীব ভৌমিক।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কালুখালি উপজেলার প্রাথমিক শিক্ষক পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিন শেখ। বন্ধু সভার সহ-সভাপতি অনুপ কুমার দাস, মহসিন মৃধা, রিদয় খান, মোর্শেদা আক্তার, বিনয়, রাহিম মোল্লা, শুভ সিংহ, অনিতা রানী, মাসুম, মিম প্রমূখ।