রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার অভিযোগে আলমগীর শেখ নামে একজনের মৃত্যুদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
২৫শে জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. জাকিয়া সুলতানা এই রায় দেন।
আলমগীর শেখ রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদমৃগী গ্রামের বাসিন্দা। আলমের বাবার নাম করিম শেখ।
আদালত সূত্রে জানা যায়, আলম শেখ ও তাঁর স্ত্রী সুফিয়া বেগমের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি হতো। আলম শেখ কাজকর্ম করতেন না। জমিজমা বিক্রি টাকাপয়সা নষ্ট করতেন। ২০১৩ সালের ২৩ মে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এরপর লাশ ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা দিয়ে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। আলম-সুফিয়া আলাদা বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সারাদিন আলম বা সুফিয়াকে দেখতে না পেয়ে হবিবর শেখ (আলমের ভাই) তাদের বাড়িতে আসে। এসময় বেড়ার ফাঁক দিয়ে ঘরে রক্তাক্ত অবস্থায় সুফিয়ার লাশ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই আবদুল হামিদ মন্ডল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতে দীর্ঘ যুক্তি-তর্ক শেষে এই রায় দেন। এসময় আলমগীর শেখ আদালতে উপস্থিত ছিলেন।
পিপি উজির আলী শেখ বলেন, আদালতের রায়ে আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে বাদীপক্ষ সন্তুষ্ট