সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চালের বস্তা অবৈধভাবে মজুদ রাখার অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে একলক্ষ টাকা অর্থদন্ড করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। ২৩ আগস্ট বিকেলে অভিযান চালিয়ে উপজেলার কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই বাজার মোড়ের পাশ্ববর্তী শমসের হাজীর বাড়িতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চালের বস্তা অবৈধভাবে মজুদ রাখার অপরাধে মেঘাই গ্রামের স্বামী: মৃত নজরুল ইসলামের স্ত্রী মমতা বেগম (৫০) কে মোবাইল কোর্টের মাধ্যমে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ণিত বাড়িতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর চালের বস্তা অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে মর্মে ঘটনার সত্যতা যাচাই করার জন্য এ অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্টের নেতৃত্ব দেন কাজিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম। অভিযানে উক্ত ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ২৩ বস্তা চাল জব্দ করেন। মোবাইল কোর্ট পরিচালনা শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জব্দকৃত ২৩ বস্তা চাল সরকারি খাদ্য গুদাম (এলএসডি) মেঘাই, কাজিপুরে সংরক্ষণের আদেশ দেন। মোবাইল কোর্ট পরিচালনায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আইনগতভাবে সহযোগিতা করেন কাজিপুর থানার একদল চৌকস পুলিশ কর্মকর্তা। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ- খাদ্য পরিদর্শক জেসমিন আক্তার।