সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে লাইসেন্স বিহীন বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে সিজার করতে গিয়ে এক প্রসূতির মাযের মৃত্যু হয়েছে। এতে ঐ হাসপাতালটি সিলগালা করা হয়েছে। জানা গেছে, দুই মাস পুর্বে কিডনির পাথর অপসারণের ভুল অপারেশনে মৃত্যু হয় হোসেন আলী নামে এক যুবকের, এই রেশ কাটতে না কাটতে আবারও ভুল সিজারে মরিয়ম খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর হয়েছে।
বুুধবার (২৩আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাক্তার সুদ্বীপ সরকারের নেতৃত্ব অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়। অভিযান পরিচালনা শেষে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডাঃ সুদ্বীপ সরকার জানান, গতকাল মঙ্গলবার দুপুরে সিজারের একটি রোগী মারা যাবার ঘটনায় জেলা সিভিল সার্জন স্যারের দিক নির্দেশনা আমরা চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করি। সেই তদন্তের অংশ হিসাবে আজ বুধবার সকালে হাসপাতালে অভিযান পরিচালনা করি। তবে ঘটনাস্থলে পৌঁছার পরে হাসপাতালে কাউকে খুঁজে না পেয়ে হাসপাতালটিকে সিলগালা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই হাসপাতালের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।