রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এক দফা দাবিতে বিএনপির ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক বিভাগ) রোডমার্চ শুরু হয়েছে। রোড মার্চ শুরুর আগে গোয়ালন্দ মোড়ে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা জহুরুল হক শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন রেজিন খান প্রমূখ।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রেও মা দেশনেত্রীকে রাজনীতি থেকে সরানোর জন্য, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য দেশনেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তাদেও ভয়, এই জনপ্রিয় নেত্রী যদি বাইওে থাকে তাদেও এই অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ নেই।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই বিভিন্ন এলাকার নেতা–কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। রোডমার্চ উপলক্ষে নেতা–কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সমাবেশের আশপাশে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। ১০টার দিকে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা বক্তব্য দেন। এসময় সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে প্রধান অতিথি বক্তব্য দেওয়ার সময় বৃষ্টি শুরু হয়। তিনি বক্তব্য সংক্ষিপ্ত করেন। এরপর বৃষ্টির মধ্যেই রোর্ড মার্চ শুরু করা হয়। পরে বসন্তপুর বাজার সংলগ্ন খেলার মাঠে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে যানজট তৈরি হয়। বৃষ্টি উপক্ষো করে পথসভা শুরু হয়। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
দলীয় সূত্রে জানা গেছে, বসন্তপুর পথসভা শেষ হওয়ার পর রোডমার্চ ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবে। এরপর ফরিদপুরের রাজবাড়ী রাস্তা মোড়ে আরেকটি পথসভা অনুষ্ঠিত হবে। এভাবে কয়েকটি পথ সভা শেষে সর্বশেষ শরীয়তপুর সরকারি কলেজ মাঠে গিয়ে রোডমার্চ শেষ হয়।