আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলায় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও সাদুল্লাপুর থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

২২ নভেম্বর বুধবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব এঁর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এর আগে দুপুরে সাদুল্লাপুর থানায় প্যারেড গ্রাউন্ডে অংশ গ্রহণ করেন জেলা প্রশাসক। পরে থানা পরিদর্শন শেষে উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষ রোপণ করেন।