বিপুল ইসলাম (আকাশ), সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে গাইবান্ধার সুন্দরগঞ্জে তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় মহিলা সংস্থার অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় উপজেলা তথ্য আপা’র আয়োজনে পৌরসভার ৭নং ওয়ার্ডের আব্দুল হাকিমের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য কর্মকর্তা মোছা. শিল্পী খাতুনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সফিউল ইসলাম আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম প্রমূখ। উঠান বৈঠকে ওই এলাকার অর্ধশতাধিক নারী উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে বক্তারা বলেন, পিছিয়ে পড়া নারী সমাজ এগিয়ে নিয়ে যেতে সরকারের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ‘তথ্যকেন্দ্র’ সরকারের নানা পর্যায়ের সুবিধা ও সেবা নারীদের নিয়ে কাজ করছে তথ্য আপা। তথ্য আপা’র কাছে গেলে সকল সেবা একস্থানে পাওয়া যাবে। প্রান্তিক সকল নারীকে সেবা গ্রহণের জন্য তথ্য আপার কাছে যাওয়ার পরামর্শ দেয়া হয়।
তথ্যকেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার, ডায়াবেটিস পরিমাপ করা হয়। মূলত ৬টি ক্ষেত্রে সেবা দেয়া হয়। এগুলো শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার। এক কোটি গ্রামীণ নারীদের সেবা দেওয়ার লক্ষ্যে তথ্য আপারা এগিয়ে চলছে।