মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

পার্বতীপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন বলেছেন, প্রতিটি বিদ্যালয়কে ফুল ও ফলের বাগানে সজ্জিত করে দৃষ্টিনন্দন করতে হবে। তবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে। তিনি আজ মঙ্গলবার সকালে পুরাতন পৌর ভবনে শহরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও স্টেডিয়ামের জন্য ফুল, ফল সহ বাহারী রকমের গাছের চারা বিতরণ করেন। এসময় তিনি আরও বলেন, চারা গুলোর সৌন্দর্য বর্ধন করতে হলে বিদ্যালয়ে লাগাতে হবে। ছাদ বাগান দেখতে হলে আপনারা বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়টি দেখে আসতে পারেন। বিদ্যালয়টির পরিচ্ছন্নতা ও ছাদ কৃষি আমাকে মুগ্ধ করেছে। ওই প্রতিষ্ঠানের অনুকরণ করে আপনাদেরও এগিয়ে যেতে হবে। শ্যামল বাংলা গ্রীণ প্রকল্পের ব্যবস্থাপনায় চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্প কো-অর্ডিনেটর আব্দুস ছাত্তার, কৃষিবীদ প্রকাশ চন্দ্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক ও কাউন্সিলরগণ। পরে তিনি বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুর রহমানের হাতে একটি গোলাপ ফুলের চারা তুলে দিয়ে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।