ওয়াসিম শেখ সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২৪ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হেলাল উদ্দিন সেখের সভাপতিত্বে অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল হাকিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে জানুয়ারী মাসের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণের ব্যবস্থা নিশ্চিত করেছেন।
এ বিদায় শেষ বিদায় নয়। এ বিদায়ের মধ্যে দিয়ে লেখাপড়ার ধারাবাহিকতা রক্ষা করে কলেজ জীবনে শিক্ষার মনোনিবেশ আরো বিকশিত করে ভাল রেজাল্টে উন্নত শিক্ষা লাভ করে উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে দেশ ও জাতীর সেবায় নিয়োজিত রাখার আহবান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল, ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রশিদ মোল্লা, খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
বক্তব্য রাখেন, চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মনিরুজ্জামান সরকার, সাবেক সদস্য শহিদুল্লাহ মন্ডল, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, দশম শ্রেণির ছাত্রী আশা মনি, নবম শ্রেনীর মারুফ, বিদায়ী ছাত্রী শর্মি খাতুন, ইব্রাহিম হোসেন প্রমুখ।
এসময় চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুস সালাম, ফজলুল হক, আনোয়ার হোসেন, রাকিবুল ইসলামসহ শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম সরকার।