মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক, ও গাজীপুর জেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জন নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবীদ জনবান্ধব নেতা
১৯৮ গাজীপুর-৫, কালীগঞ্জ আসনের সংসদ সদস্য, ডাকসুর সাবেক ভিপি, বীর মুক্তিযোদ্ধা আখতারউজজামান (এমপির) শ্বশুর মোঃ বদিউল আলম, ঢাকার উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ১৭ই ফেব্রুয়ারী শনিবার রাত ৩.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা, বর্তমানে ঢাকার নিকুঞ্জ নিবাসী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন ট্রেড মার্কস রেজিষ্ট্রি অফিসের প্রধান পরীক্ষক কর্মরত ছিলেন।

মরহুমের নামাজে জানাজা আজ শনিবার বাদ আছর নিজ বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে নিজ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ৬ কন্যা সন্তান সহ অলি ওয়ারিশ রেখে যান।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড: আশরাফী মেহেদী হাসান, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূইয়া, কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন স্বপন,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমেদ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালীগঞ্জ পৌর সভার ০২ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম, খন্দকার সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো: আলামিন দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন (পনির), কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন এর সদস্য সচিব মো: আশরাফুল হক (শিশির) সহ জেলা উপজেলার নেতৃত্বীবৃন্দ মরহুমের প্রতি গভীর সমবেদনা জানান, পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার কে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন আমিন।